• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৮

বিশ্বকাপ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ মে, ২০২৪

স্পোর্টস: ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী ২ জুন থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের হয়ে ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলা অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে পাড়ি জমান অ্যান্ডারসন। সদ্য সমাপ্ত কানাডা সিরিজে খেলেছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন ৩১ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার মোনাঙ্ক প্যাটেল। এছাড়াও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন পেসার আলি খান। যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা সৌরভ নেথ্রালভাকার, অ্যারন জোন্স ও দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী স্টিভেন টেলর জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হরমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ভ্যান শ্যালকওয়াইক, স্টিভেন টেলর ও শায়ান জাহাঙ্গীর।
রিজার্ভ: গজানন্দ সিং, জুয়ানয় ড্রিসডেল ও ইয়াসির মোহাম্মদ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com