• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৬
সর্বশেষ :
ভোজ্যতেল নিয়ে দেশে তেলেসমতি চলছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বড় ধরনের সংকটের শঙ্কা পাইকগাছায় আম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় চারজন ডাক্তার আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো চিত্রনায়িকা নিপুণকে

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে লন্ডনে যেতে দেয়নি বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নিপুণকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। লন্ডনে যেতে না পেরে তিনি সিলেট থেকে ঢাকায় চলে যান। সিলেট ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূর ই বাহার বলেন, ‘চিত্রনায়িকা নিপুণের সিলেট ওসমানী বিমানবন্দর থেকে লন্ডনে যাওয়ার কথা ছিলে। তার লন্ডনে যাওয়ার ব্যাপারে গোয়েন্দা সংস্থার আপত্তি থাকায় তাকে যেতে দেওয়া হয়নি। ওসি আরও জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে লন্ডনে যেতে দেওয়া হয়নি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com