চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলতে এসেছেন বিনুরা ফার্নান্দো। অন্য সব বিদেশি ক্রিকেটারের মতো লঙ্কান এই পেসারকেও প্রশ্ন করা হলো বিপিএলের সাথে অন্যান্য লিগের তুলনা নিয়ে। বিনুরা অবশ্য নিজের দেশের লিগ এলপিএলের সাথে বিপিএলের খুব একটা তফাৎ খুঁজে পাননি। দলের সাথে যোগ দিয়ে উচ্ছাস প্রকাশ করে এই ক্রিকেটার বলেন, ‘বিপিএলের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। আজ মাত্র এলাম, বাংলাদেশে রোমাঞ্চকর কিছু খেলার আশা করছি। আশা করি দ্রæতই মানিয়ে নিতে পারব। দলটা দারুণ। বোলাররা দারুণ, আবার বিশেষ করে দলের কোচ পেস বোলিং লিজেন্ড শন টেইট। শহীদ আফ্রিদিও আছেন। আশা করছি ছেলেরা ভালো খেলবে এবং টুর্নামেন্ট জিতবে।’ এ সময় চিটাগং কিংসের মালিকপক্ষ ও বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করেন বিনুরা, ‘বাংলাদেশের মানুষ খুব ফ্রেন্ডলি এবং সাপোর্টিভ। সামির কাদের চৌধুরী খুবই ভালো যোগাযোগ রেখেছেন। এতদিন মাঠের ভেতরের বাংলাদেশকে চিনতাম, কিন্তু মাঠের বাইরের বাংলাদেশও খুব ফ্রেন্ডলি। এখন পর্যন্ত সব খুব ভালো লাগছে।’ নিজের দেশের লিগ এলপিএলের সাথে বিপিএলের তুলনার প্রশ্নে তিনি বলেন, ‘এলপিএল তো মাত্র শুরু, মাত্র ৫-৬টি সংস্করণ হলো। বিপিএলের এটা একাদশ আসর। তবে খুব বেশি তফাৎ নেই। দুই লিগেই অনেক ভালো মানের বিদেশিরা খেলতে আসে। তবে ক্রিকেটের কোয়ালিটি তুলনা করলে এলপিএলে আরও উন্নতির সুযোগ আছে। তবে তুলনা করলে বিপিএল ও এলপিএল কাছাকাছিই থাকবে।’
https://www.kaabait.com