• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল গ্রেপ্তার দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করেছে বিগত সরকার দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে ঘুষের বাকী টাকা না পেয়ে পক্ষপাতমূলক প্রতিবেদন দাখিল; খুলনার সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দপ্তরে অভিযোগ ফকিরহাটে তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের বাজেট বিষয়ে মতবিনিময় সভা  ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ মেসির মায়ামি জয় দিয়ে বছর শুরু করলো

‘বিপিএল ও এলপিএলে তফাৎ নেই’-বিনুরা

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলতে এসেছেন বিনুরা ফার্নান্দো। অন্য সব বিদেশি ক্রিকেটারের মতো লঙ্কান এই পেসারকেও প্রশ্ন করা হলো বিপিএলের সাথে অন্যান্য লিগের তুলনা নিয়ে। বিনুরা অবশ্য নিজের দেশের লিগ এলপিএলের সাথে বিপিএলের খুব একটা তফাৎ খুঁজে পাননি। দলের সাথে যোগ দিয়ে উচ্ছাস প্রকাশ করে এই ক্রিকেটার বলেন, ‘বিপিএলের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। আজ মাত্র এলাম, বাংলাদেশে রোমাঞ্চকর কিছু খেলার আশা করছি। আশা করি দ্রæতই মানিয়ে নিতে পারব। দলটা দারুণ। বোলাররা দারুণ, আবার বিশেষ করে দলের কোচ পেস বোলিং লিজেন্ড শন টেইট। শহীদ আফ্রিদিও আছেন। আশা করছি ছেলেরা ভালো খেলবে এবং টুর্নামেন্ট জিতবে।’ এ সময় চিটাগং কিংসের মালিকপক্ষ ও বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করেন বিনুরা, ‘বাংলাদেশের মানুষ খুব ফ্রেন্ডলি এবং সাপোর্টিভ। সামির কাদের চৌধুরী খুবই ভালো যোগাযোগ রেখেছেন। এতদিন মাঠের ভেতরের বাংলাদেশকে চিনতাম, কিন্তু মাঠের বাইরের বাংলাদেশও খুব ফ্রেন্ডলি। এখন পর্যন্ত সব খুব ভালো লাগছে।’ নিজের দেশের লিগ এলপিএলের সাথে বিপিএলের তুলনার প্রশ্নে তিনি বলেন, ‘এলপিএল তো মাত্র শুরু, মাত্র ৫-৬টি সংস্করণ হলো। বিপিএলের এটা একাদশ আসর। তবে খুব বেশি তফাৎ নেই। দুই লিগেই অনেক ভালো মানের বিদেশিরা খেলতে আসে। তবে ক্রিকেটের কোয়ালিটি তুলনা করলে এলপিএলে আরও উন্নতির সুযোগ আছে। তবে তুলনা করলে বিপিএল ও এলপিএল কাছাকাছিই থাকবে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com