• শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:২২

বিনামূল্যে ব্যবহার করা যাবে অ্যাপল ইন্টেলিজেন্স

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আইটি: অ্যাপল ইন্টেলিজেন্সের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারগুলো কোনো খরচ ছাড়াই অন্তত তিন বছরের জন্য ব্যবহার করা যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা অর্থ প্রদান ছাড়াই অ্যাপলের উন্নত এআই টুলগুলো ব্যবহার করতে পারবেন। খবর ম্যাশেবল। পাওয়ার অন নিউজলেটারের সা¤প্রতিক সংস্করণে মার্ক গুরম্যান জানিয়েছেন, অ্যাপল ইন্টেলিজেন্স পরিষেবার জন্য ব্যবহারকারীদের থেকে এ মুহূর্তে কোনো অর্থ নেয়ার পরিকল্পনা নেই কোম্পানিটির। ইমেজ জেনারেশন ও এআই লেখার টুলের মতো ফিচারগুলো অন্তত ২০২৭ সাল পর্যন্ত বিনা খরচে ব্যবহার করবেন তারা। গুরম্যান অ্যাপল সংশ্লিষ্ট সংবাদের একটি স্বনামধন্য উৎস, তবে সংস্থাটি তাদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো তথ্য জানায়নি। গত সপ্তাহে কিছু প্রযুক্তি বিশ্লেষক জানান, অ্যাপল তাদের এআই ফিচারগুলো ব্যবহারের জন্য ১০-২০ ডলার পর্যন্ত চার্জ করতে পারে। এমনও জল্পনা ছিল, কোম্পানিটি অ্যাপল ওয়ানের সঙ্গে একটি বান্ডেলের অংশ হিসেবে এ ফিচারগুলো অন্তর্ভুক্ত করবে। অ্যাপলের বান্ডেল ‘অ্যাপল ওয়ান’ নামে পরিচিত একটি সাবস্ক্রিপশন পরিষেবা যা অ্যাপলের একাধিক স্বতন্ত্র পরিষেবাকে একক প্যাকেজে সরবরাহ করে। ইন্টেলিজেন্স সেবা নেয়ার জন্য অ্যাপলকে অর্থ প্রদান করা হতে পারে বলে গত মাসেই ইঙ্গিত দিয়েছিলেন গুরম্যান। তিনি পরবর্তী সময় জানান, অ্যাপল ভবিষ্যতে অ্যাপল ইন্টেলিজেন্সের উন্নত, প্রিমিয়াম ফিচারের জন্য অর্থ নেয়ার কথা বিবেচনা করতে পারে। অ্যাপল অন্যান্য কোম্পানির তুলনায় কিছুটা দেরিতে এআই বাজারে প্রবেশ করছে। ডিজিটাল মিডিয়া প্লাটফরম ম্যাশেবল এরইমধ্যে আইফোনের অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলোর কিছু পরীক্ষা করেছে এবং রাইটিং টুল, সাফারির সামারাইজেশন ফিচার, এআই সার্চ ফর ফটোর মতো ফিচারগুলো নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে তারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com