• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১১

বিখ্যাত তামিল সংগীতশিল্পী প্রবীণ কুমার মারা গেলেন

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ মে, ২০২৪

বিনোদন: ইন্ডাস্ট্রিতে ফের দুঃসংবাদ। একজনের মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই আরেক জনের মৃত্যুর খবর উঠে আসে। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রির বিখ্যাত সংগীতশিল্পী প্রবীণ কুমার মারা গেছেন। গত বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে গায়কের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। দক্ষিণী এই তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। সংগীত রচনা ও পরিবেশনার মাধ্যমে ক্যারিয়ারে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ এমন তরুণ প্রতিভার মৃত্যুতে রীতিমত অবাক হয়েছেন সবাই। ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, গত বুধবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ কুমারকে। কিন্তু চিকিৎসায় সাড়া পাওয়া যায়নি। ফলে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় মৃত্যু হয় তার। জানা গেছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ কুমার। এজন্য চিকিৎসাও চলছিল। এদিন সন্ধ্যায় সুরকর ও সংগীতশিল্পী প্রবীণ কুমারের শেষকৃত্য হওয়ার কথা। গায়কের বাড়ি থেকে শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হবে। আর শেষ মুহূর্তে তাকে শ্রদ্ধা জানানোর জন্য বাড়িতে তামিল ইন্ডাস্ট্রির তারকাদের ভিড় হতে পারে। প্রসঙ্গত, ‘মেঠাগু’ ও ‘রাকাধন’-এর মতো সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন প্রবীণ কুমার। সংগীত ইন্ডাস্ট্রিতে উঠতি ছিলেন তিনি। সম্ভাবনাময়ী এমন তারকার এগিয়ে যাওয়ার সময় হঠাৎই নক্ষত্র পতন হলো।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com