• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৮

বিএনপি চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায়

প্রতিনিধি: / ১৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। দলটি চলতি বছরের জুলাই-আগস্ট মাসের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা মনে করি, এই বছরের মাঝামাঝি সময়েই নির্বাচন সম্ভব। এ জন্য আমরা অন্তর্বর্তী সরকারের পাশাপাশি নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যমত্যে আসতে হবে।”

তিনি জানান, সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হবে।

স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, সাইবার সুরক্ষা আইন নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করতে ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামান ও ব্যারিস্টার কায়সার কামাল রয়েছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, “নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং করের বোঝা মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে আমরা শিগগিরই সংবাদ সম্মেলন করব।”

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রব্যমূল্য এবং কর বৃদ্ধি নিয়ে প্রতিবেদন প্রস্তুত করতে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আরও একটি কমিটি গঠন করা হয়েছে।

 

বিএনপি মনে করছে, স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশের সার্বিক স্বার্থে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা জরুরি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com