এম পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জ জাতীয়তাবাদি দল বিএনপির শান্তি সমাবেশে বাগেরহাট জেলা বিএনপির সদস্য বাগেরহাট-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রধান অতিথির বক্তৃতাকালে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, দল ও দলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে মৎস্য ঘের দখল করা যাবে না। জমি যার ঘের তার আছ থেকে প্রকৃত জমির মালিকদেরক হাড়ির টাকা পরিশোধ করে ঘের করতে হবে। হিন্দু সম্প্রদয়ের সারদীয় উৎসব মুখর পরিবেশেই হবে। প্রয়োজনে দলীয় নেতাকর্মীরা হিন্দুদের মন্দির বাড়িঘর পাহারা দিতে হবে।

শনিবার বিকেলে ৫ টায় জিউধরার সোমাদ্দারখালী ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক খান আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খান আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আলম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি শেখ আব্দুল হালিম খোকন, বিএনপি নেতা গিয়াসউদ্দিন তালুকদার , উপজেলা বিএনপির আাহবায়ক শহিদুল হক বাবুল, সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, ফারুক হোসেন সামাদ,এফএম শামীম আহসান, মহিউদ্দিন খান রিপন, শরণখোলা উপজেলা বিএনপি নেতা নাজমুন হাসান শিপন, মোরেলগঞ্জ ছাত্রদল নেতা মাসুম হোসেন কচি, জিয়াউল হাসান টুটুল, সমর মন্ডল, সাইফুল ইসলাম বনি, জাহিদ হোসেন জাহিদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা খান কামাল হোসেন খান ।