আইটি: মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের জনপ্রিয় সার্চ ইঞ্জিন টেক্কা দিতে মাঠে নামছে চ্যাটজিপিটি ডেভেলপার ওপেনএআই। যারা চ্যাটজিপিটি সার্চ ইঞ্জিন চালু করছে। ধারণা করা হচ্ছে, এ সার্চ ইঞ্জিন চালু হলে গুগলকে রীতিমতো বেকায়দায় ফেলবে। বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেওয়া এআই চ্যাটবট চ্যাটজিপিটি। এবার সেই চ্যাটবট হাতিয়ার করে গুগলের বিকল্প আনতে চলেছে ওপেনএআই। যে কোম্পানির কয়েকশ কোটি ব্যবহারকারী তার বিকল্প আনা সহজ নয় বলে মনে করছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া চ্যাটবট চ্যাটজিপিটি। যার চর্চা সর্বত্র। চাকরি থেকে পড়াশোনা বহু ক্ষেত্রে চ্যাটজিপিটির ব্যবহার শুরু হয়েছে। গুগলের কোনো এআই চ্যাটবট (যেমনি জেমিনি) নয়, সরাসরি গুগলকেই টক্কর দিতে চলেছে ওপেনএআই। ওয়াই কোয়েম্বাটর হ্যাকার নিউজ কমিউনিটি সূত্রে খবর, জনপ্রিয় এআই চ্যাটবট সিকিউরিটি সার্টিফিকেটসহ একটি নতুন ডোমেইন যার নাম ‘ংবধৎপয.পযধঃমঢ়ঃ.পড়স’ রেজিস্ট্রার করেছে। যার অর্থ শিগ্গির নিজস্ব সার্চ ইঞ্জিন লঞ্চ করতে চলেছে ওপেনএআই। যার চালকের ভ‚মিকায় থাকবে খোদ চ্যাটজিপিটি।
https://www.kaabait.com