
ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নে ২৫ জানুয়ারী শনিবার যোহর বাদ বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রারাসার সদস্য সম্মেলন নতুন ভবনের ভিত্তি স্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস আল্লামা আঃ মাবুদ। তিনি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামপুর মাদরাসার নায়েবে মুহতামিম মোঃ মুরাদুল ইসলাম,ফকিরহাট মডেল মসজিদের ইমাম ও খতীব মোঃ মাহমুদুল হাসান কামরুল,ফজলুল উলুম বহমূখী কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মাওঃ আল আমিন, ফরিদউদ্দীন কাজী,বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহমান,ফকিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সৈয়দ আলাী সহ বিভিন্ন মাদ্ররাসার মুহতামিমবৃন্দ শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ আল আমিন।