• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৯
সর্বশেষ :
বাংলাদেশে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে  মোংলায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসুচি পালন মোরেলগঞ্জ বিএনপির দুটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত বাগেরহাটে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, আটক হয়নি কোন ঘাতক রামপালে আ ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান চাঁদাবাজি মামলায় গ্রেফতার মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহবান জানালেন নৌপরিবহন উপদেষ্টা মোরেলগঞ্জে বিএনপির দলীয় কোন্দলে সভাস্থলে ১৪৪ ধারা জারি ‘মোংলা হবে বিশ্বমানের নিরাপদ আধুনিক ও স্মার্ট সমুদ্রবন্দর, নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহবান’ ……… ড. এম সাখাওয়াত হোসেন পাইকগাছায় মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে রিয়ালের জালে তিন গোল দিলো মিলান

বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে উত্তর প্রদেশে নিহত ১০

প্রতিনিধি: / ৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

বিদেশ : ভারতের উত্তর প্রদেশে বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। স্থানীয় সময় রোববার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের বুলন্দশহরের সিলমপুর এলাকায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একটি টেম্পোতে চেপে ২৫ জন যাচ্ছিল। সেই সময় একটি বেসরকারি বাস টেম্পোটিকে অতিক্রমের চেষ্টা করে। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটিকে ধাক্কা মারে। দুটি বাহনের গতি বেশি ছিল। ফলে এই সংঘর্ষের জেরে টেম্পোটি উল্টে যায়। টেম্পোয় থাকা ২৫ জনের মধ্যে ১০ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আঙ্কাজনক বলে জানা গেছে। এ ছাড়া বাসের কয়েকজন যাত্রীও আহত হয়েছে। তাদেরও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, টেম্পোটিকে অতিক্রম করতে যাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে। টেম্পোটি দুবার পল্টি খায়। টেম্পোয় থাকা আরোহীদের কয়েক জন চাপ পড়ে। কয়েকজন রাস্তায় ছিটকে পড়ে। গণমাধ্যমটি আরো জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয়েরা বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধ করেন। কী কারণে এই দুর্ঘটনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জেলা প্রশাসক চন্দ্রপ্রকাশ সিং বলেছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসায় যাতে কোনো রকম গাফিলতি না হয়, জেলা প্রশাসনকে তা দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com