স্পোর্টস: বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের তেঁতো স্বাদ পেয়েছিল বাবর আজমের দল। তবে দ্বিতীয় ম্যাচেই দাপুটে জয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে পাকিস্তান। এই জয়ে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন অধিনায়ক বাবর। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বাবরের ৪৫তম। বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে এত ম্যাচ কোনো অধিনায়ক জেতেননি। এতদিন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন বাবর। মাসাবা ৫৬টি ম্যাচের মধ্যে ৪৪টি জিতে। বাবর ৭৮টি ম্যাচে অধিনায়কত্ব করে জিতেছেন ৪৫টি ম্যাচে। ম্যাচ শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি বাবরের হাতে তোলে দেন ৪৫ লেখা বিশেষ জার্সি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। ৭২টি ম্যাচের মধ্যে ৪২টি জিতেছেন তিনি। আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান ৫২টি ম্যাচের মধ্যে ৪২টি জিতেছেন। ভারতের দুই অধিনায়ক রয়েছেন এর পরপরই। মহেন্দ্র সিংহ ধোনি ৭২টি ম্যাচের মধ্যে ৪১টিতে জিতেছেন। রোহিতও জিতেছেন ৪১টি ম্যাচে। তবে তিনি নেতৃত্ব দিয়েছেন ৫৪টি ম্যাচে।
https://www.kaabait.com