• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:০৮

বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত

প্রতিনিধি: / ৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ মে, ২০২৪

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট প্রতিনিধি : ১ মে বুধবার নানান আয়োজনে বাগেরহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। সকালে জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেনের নেতৃত্বে মে দিবসের র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। বিকালে রেল রোডস্থ আওয়ামীলীগ কার্যালয় চত্তরে বাগেরহাট জেলা শ্রমিক লীগের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি শেখ রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দীকের সঞ্চালনায় অনুষ্ঠিত  আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের নেয্য মজুরি নিশ্চিত করণ এবং কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করনে সরকার সহ মালিক পক্ষের প্রতি আহবান জানান। সমাবেশে নারী নেত্রীবৃন্দ সর্বক্ষেত্র নারী শ্রমিকদের মজুরিতে কোন বৈষম্য না রাখার প্রতি আহবান জানান।
সভায় জেলা আঃলীগ, পৌর আঃলীগ, যুবলীগ,শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রমিকদের প্রতি ও তাদের নেয্য দাবিদাওয়ার প্রতি সমর্থন ব্যাক্ত করে তাদের বক্তব্য রাখেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com