• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৪২

বাগেরহাটে ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ মে, ২০২৪

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট: বাগেরহাটে ৬ষ্ট উপজেলা পরিষদ২০২৪ইঃ নির্বাচনে দ্বিতীয় ধাপে  তিন উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। আর এ নির্বাচনে ফকিরহাট উপজেলায় অহিদুজ্জামান বাবু, চিতলমারীতে আবু জাফর আলমগীর সিদ্দিকী ও মোল্লাহাটে শাহীনুল আলম সানা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
 ফকিরহাট উপজেলার ৪৫ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে প্রাথমিকভাবে শেখ অহিদুজ্জামান বাবু মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪৬ হাজার ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চলতি চেয়ারম্যান স্বপন কুমার দাস আনারস প্রতিকে পেয়েছেন ২৯ হাজার ৭৭৭ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শেখ ইমরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তহুরা খানম সাথী। চিতলমারী উপজেলায় আবু জাফর আলমগীর সিদ্দিকী দোয়াত কলম প্রতিকে ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি চলতি চেয়ারম্যান অশোক কুমার বড়াল মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ১২০ ভোট। ভাইসচেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কাজীআজমীর, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সুলতানা মল্লিক।
মোল্লাহাট উপজেলায় শাহীনুল আলম সানা দোয়াত- কলম প্রতিক নিয়ে ২৯ হাজার ৯০৩ ভোট পেয়ে আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি  আনারস প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৯ হাজার ৯৫৪।
ভাইসচেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিল্টন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রিনা পারভীন।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস এ সব
 তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com