• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৪২

বাগেরহাটে ২২ শত জনকে বিনামূল্যে চোখের অপারেশন

প্রতিনিধি: / ৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ মে, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে বিনামূল্যে ২ হাজার ২ শত জনকে বিনা পয়সায় চোখের অপারেশন করার লক্ষ্যে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ফ্রেড হলোজ ফাউন্ডেশনের ওই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

দৃষ্টিদান চক্ষু হাসপাতালের সভা কক্ষে পরিচালক মল্লিক আসাদুল হকের সভাপতিত্বে ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্প অবহিত করণ এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ মোঃ জালাল উদ্দিন আহমেদ।

বিষেশ অতিথি ছিলেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদি হাসান ও ডাঃ মোঃ রিয়াদুজ জামান।

দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার কার্জী সাইদুর রহমান সবুজের সঞ্চালনায় প্রকল্প অবহিত করেন ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আমিনুর রহমান। এ সময় দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তাসহ এরাকার সুধিজনরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com