• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:১০

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ,বাগেরহাট জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষে মোংলায় তিন দিনব্যাপী অমর একুশে বই মেলার আয়োজন করা হয়েছে।
 মঙ্গলবার দিনগত রাত ১২ টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
একই সময়ে বাগেরহাট জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা আক্তার বানুর উপস্থিতিতে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ,  বি,এন,পি ,গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ বাগেরহাট সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায়।
অপরদিকে মোংলা পোর্ট পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অমর একুশে বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পৌর কেন্দ্রীয় শহিদ মিনারে এ বই মেলা শুভ উদ্বোধন করেন বাগেরহাট-৩ অসানের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।। এ ছাড়াও মোরেলগঞ্জ উপজেলায়,বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।।।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com