• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:১৫
সর্বশেষ :
বিদেশ ভ্রমণে আর বাধা রইলোনা ব্যাংকারদের ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার এলসি খোলার জন্য সরকারের দ্বারস্থ শিল্প মালিকরা চলতি মাসের প্রথম ১৮দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৪ কোটি টাকা আমদানি মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক ওয়ার্কশপ সেবার ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ  পাইকগাছায় ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  পাইকগাছায় লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন  পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত 

বাগেরহাটে মানসিক স্বাস্থ্য শীর্ষক পলিসি এডভোকেসী সভা

প্রতিনিধি: / ৬৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে মানসিক স্বাস্থ্য শীর্ষক পলিসি এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

এডিডিইন্টারন্যাশ বাংলাদেশের উদ্যোগে শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় এবং কমিক রিলিফ ইউকের অর্থায়নে অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতিত্বে করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকাররম ফজলে এলাহীর ।উক্ত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন  বাগেরহাটের এরিয়া সমন্বয়কারী মোঃ এহসান হক। মেন্টাল হেলথ নেটওয়ার্ক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,  ডঃ মোঃ নিশাত রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী ,সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, সৈয়দ শওকত হোসেন, দৃষ্টিদান হাসপাতালে প্রোগ্রাম কর্মকর্তা কাজী সাইদুর রহমান সবুজ প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com