বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে মানসিক স্বাস্থ্য শীর্ষক পলিসি এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।
এডিডিইন্টারন্যাশ বাংলাদেশের উদ্যোগে শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় এবং কমিক রিলিফ ইউকের অর্থায়নে অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতিত্বে করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকাররম ফজলে এলাহীর ।উক্ত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাগেরহাটের এরিয়া সমন্বয়কারী মোঃ এহসান হক। মেন্টাল হেলথ নেটওয়ার্ক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ডঃ মোঃ নিশাত রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী ,সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, সৈয়দ শওকত হোসেন, দৃষ্টিদান হাসপাতালে প্রোগ্রাম কর্মকর্তা কাজী সাইদুর রহমান সবুজ প্রমুখ।
https://www.kaabait.com