এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হামিমা সুলতানা ও
স্বমী মাঠ কর্মী খান নূরুল আমিন এর বিরুদ্ধে ২ কোটি ৩৮ লক্ষ ৪৭ হাজার ৮
শত ২ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দ্বায়ের করেছে দুদুক। সোমবার (০৩
ঢফব্রুয়ারী) দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা শাখার উপ-সহকারী পরিচালক
সমীরন কুমার মন্ডল এ মামলা দ্বায়ের করেন।
মামলার বিবারনে জানাযায়, জেলার রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক
হামিমা সুলতানা সদস্য বর্হিভূত ঋণ প্রদান করে টাকা আত্মসাৎ, ঋণ
প্রদানকালে সদস্যদের সম্পূর্ণ টাকা না দিয়ে টাকা হস্তমজুত, কিস্তি থেকে
টাকা নিজের কাছে রেখে হামিমা সুলতানা একক ভাবে ৬৮,৬৪,৪৪৫/- টাকা আত্মসাৎ
করে। অপরদিকে হামিমা সুলতানা স্বমী মাঠ খান নুরুল আমিন সহকারীর দায়িত্ব
পালনকালে ঋণ বিতরণের সময় সদস্যকে স্বক্ষর করিয়ে সদস্যকে আংশিক অর্থ দিয়ে
বাকী ১,৬৯,৮৩,৩৫৭ টাকা তিনি আত্মসাত করেন। আসামী হামিমা সুলতানা ও তার
স্বমী আসামী খান নুরুল আমিন পরষ্পর যোগসাজশে মোট ২,৩৮,৪৭,৮০২/- টাকা
আত্মসাত করে।
এ ঘটনায় ব্যবস্থাপক হামিমা সুলতানা ও তার স্বমী মাঠ কর্মী খান নুরুল আমিন
কে বরখাস্তকৃত করা হয়েছে।
https://www.kaabait.com