জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাট জেলাজুড়ে তীব্র তাপদাহে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। দেয়া দিয়েছে স্যালাইন সংকটও।
প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত শতশত শিশু সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আসছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, জেলার ৯টি সরকারি হাসপাতালে সর্বমোট ৫২ বেডের ডায়রিয়া ওয়ার্ডে এখন প্রতিদিন তিন শতাধিক শিশু ভর্তি থাকছেন। এখন মেঝেতেও রোগীতে পরিপূর্ন। সরকারি হাসপাতালে স্থান না পেরে ডায়রিয়া আক্রান্ত শিশুর বাবা-মা ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। সেখানেও দেখা দিয়েছে শয্যাসংকট ডায়রিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এসব সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মেঝেতেও স্থান না পেয়ে শতশত শিশু বাড়িতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্তাবধায়ক ডা. অসিম কুমার সমদ্দার জানান, তীব্র তাপদাহে ভয়াবহ ডায়রিয়া পরিস্থিতির মধ্যে এখন মেঝেতেও রোগীতে পরিপূর্ন। জেলা হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ১২টি। এই অবস্থায় গত ২৪ ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত আরো ১৯ শিশুকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের আউটডোরসহ ভর্তি ডায়রিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
https://www.kaabait.com