আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ব্যবসায়ীর দোকানের তালা ভেঙ্গে অবৈধভাবে চাঁদা দাবী, দোকান ভাংচুর ও ৫০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোড়েলগঞ্জ পুরাতন মাছুয়া বাজারের সামনে
কর্মকার পট্টি ব্রীজের পূর্বপার্শ্বে এক টিন ব্যবসায়ীর। এ ঘটনায় ভুক্তভোগী
মোঃ সোয়াইব শেখ বাদি হয়ে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ করেছেন। মোঃ
সোয়াইব শেখ মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সারলিয়া গ্রামের রুস্তুম আলী শেখের
ছেলে।
মোঃ সোয়াইব শেখ অভিযোগে জানান, মোড়েলগঞ্জ পুরাতন মাছুয়া বাজারের
সামনে কর্মকার পট্টি ব্রীজের পূর্বপার্শ্বে রিনু আক্তারের নিকট চুক্তিপত্রের
মাধ্যমে দোকানঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত টিনের ব্যবসা করে আসছি।
দোকান ঘরের জায়গার মালিক রিনু আক্তার ও তার পরিবারের লোকদের সাথে জমিজমা
সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে মোড়েলগঞ্জ উপজেলার মোঃ রুবেল হাওলাদার
(৩৫), ইদ্রিস হাওলাদার (৫০), রফিকুল ইসলাম বাচ্চু (৫০), সোহাগ হাওলাদার (৪০),
এম ওহাব (৫২), মোঃ দুলাল শিকদার (৫৫) আমার ব্যবসা প্রতিষ্ঠানে একাধিকবার
ক্ষতি সাধন করে এবং বিভিন্ন সময় হুমকি ধামকি প্রদান করে। তারা গত ২৬
মার্চ বে-আইনী ভাবে আমার দোকানে প্রবেশ করে ও ভয়ভিতি প্রদর্শন করে জোর
পূর্বক আমার নিকট থেকে ব্যাংক ষ্ট্যাম্প ও চেকের পাতায় সই কয়ে নেয় এবং
দোকানে তালা লাগিয়ে দেয়। আদালত থেকে আমার দোকান ঘর চালু রাখার আদেশ
প্রদান করেন। কিন্তু তারা আদালতের আদেশ অম্যান্য করে গত ১৪ এপ্রিল সকাল
১০টায় পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে আমার দোকানের তালা ভেঙ্গে দোকনঘর
ভাংচুর করে এবং দোকানে থাকা ৫০০ বান টিন লুট করে নিয়ে যায়। যার
আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
মোঃ সোয়াইব শেখ আরো বলেন, আমি বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ
নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। বিবাদীগনের কারনে আমি ব্যবসায়িক
ভাবে চরম ক্ষতির সম্মুখিন হয়েছি এবং এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি দোকান ঘর ও মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষযে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন
বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিরোধের
জের ধরে এ ধরনের ঘটনা ঘটেছে। পরবর্তী আইনগত অবস্থা প্রকৃয়াধীন বলে
জানান তিনি।
https://www.kaabait.com