এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দিনব্যাপী তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে শহরের ধানসিঁড়ি সম্মেলন কক্ষে বেসরকারি
উন্নয়ন সংস্থা রূপান্তর ও জেলা স্বাস্থ্য অধিকার ফরম বাগেরহাটের আয়োজনে ও
বাংলাদেশ হেলথ ওয়াচ এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা
হাসপাতালের তত্তাবধায়ক অসীম কুমার সমাদ্দার। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা
স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি এ্যাডভোকেট শাহ আলম টুকু।
কর্মশালা সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার
অধিকারী, প্রোগ্রাম ম্যানেজার ও নওশীন মৌলি ওয়ারেসী মোরশেদ আলম প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম ও শরণখোলা
উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের ২২ জন সদস্য, প্রকল্পের ফোকাল পার্সন
শিল্পী আক্তার ও জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু।
https://www.kaabait.com