• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫

বাগেরহাটে  ছাত্র আন্দোলনে  পুলিশের গাড়ীতে আগুন সাংবাদিক, পুলিশসহ আহত ২০,

প্রতিনিধি: / ১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটে  প্রথমদিনের মত বৈষম্য বিরোধী আন্দোলন মাঠে নেমেছিল সাধারন
শিক্ষার্থীসহ সাধারন মানুষ এবং এ আন্দোলনে ৫ সাংবাদিক পুলিশসহ আহত হয়েছেন
অন্তত ২০ জন।  রবিবার সকাল ১০ টায় বাগেরহাট খুলনা মহাসড়কের নতুন কোর্টের
সামনে সাধারন ছাত্ররা সমবেত হলে আওয়ামীলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার
ঘঠনা ঘটে। । এসময় ১ ঘন্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে  পুলিশ এসে
পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
অন্যদিকে  এদিন দুপুরে রামপালের ফয়লা বাজারের বাগা বটতলা  এলাকায় মহাসড়ক
অবরোধ করে আন্দোলন করে সাধারন ছাত্ররা। পরে বিক্ষুদ্ধ ছাত্ররা  রামপালের
আওয়ামীলীগের দুটি অফিস ভাংচুর করে এবং  পুলিশের গাড়ীতে আগুন দেয়। এ
রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্ররা রাস্তায় অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন
জেলা পুলিশ।
আন্দোলনের সময় আহত ঢাকা পোস্টের সাংবাদিক আবু তালেব বলেন, নিউজ কাভার
কারার জন্য আমরা কয়েক জন সংবাদ কর্মী ফুট ওভার ব্রিজের উপর উঠি তখনি
ব্রিজের বাম থেকে যাওয়া দলীয় লোকজন আমাদের ভিডিও করতে নিষেধ করে, তার পর
আমরা নেমে আসছিলাম তখন আমাদের টার্গেট করে ইটের খোয়া মারে। আমি সহ কয়েক জন
আহত হয়েছে। আমাদের এক সাংবাদিক ভাইয়ের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙ্গে
ফেলে।
বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান এ প্রতিনিধি কে বলেন, আমরা আমাদের
পুলিশ ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে
দেখতে পেয়েছেন আমাদের  একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে । এই মুহুর্তে বাগেরহাটের
বিভিন্ন যায়গা যেমন রামপালের বাগা বাজার, কাটাখালি, নওয়াপাড়ামোড় সহ
বিভিন্ন যায়গায় বিপুল সংখ্যক আন্ধোলনকারী  অবস্থান করছে বলে আমরা খবর
পেয়েছি। আমরা আমাদের সাধ্যমত পরিস্থিতি নিয়েন্ত্রনের চেষ্টা করছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com