জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের ৪৫৫ জন দরিদ্র মানুষ ফিরে পেলেন চোখের আলো। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি ড. শেখ ফরিদুল ইসলামের সম্পূর্ন আর্থিক সহয়তা দিয়ে এসব মানুষদের ঢাকায় এনে “ডাস আই হাসপাতালে” প্রায় এক মাস ধরে চিকিৎসা করে চোখের ছানি অপারেশনসহ লেন্স সংযোজন করা হয়। অপারেশনসহ লেন্স সংযোজনের পর চোখের আলো ফিরে পেয়ে এসব দরিদ্র মানুষ রবিবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা থেকে বাগেরহাটে বাড়িতে এসেছে।
অপারেশনসহ লেন্স সংযোজনের পর চোখের আলো ফিরে পেয়ে বাড়ীতে ফিরে আসা বাগেরহাট সদরের আতিয়ার রহমান (৮২), আব্দুল রউফ (৮০), রামপালের ফিরোজা বেগম (৬৯), মোমেনা বেগম (৬০) ও মোংলার আনোয়ার হাওলাদার (৭০), মোড়েলগঞ্জের মঞ্জু রানী শিল (৭০) জানান, বিগত তিন বছর ধরে চোখের ছানির কারনে প্রায় অন্ধ হয়ে ছিলাম। দারিদ্রতার করনে প্রয়োজনীয় অর্থ থাকায় চোখের ছানি অপারেশন করাতে পারিনি।
করোনা প্রকোপ না থাকায় ফের ড. ফরিদের চক্ষু চিকিৎসা শিবির চালু হওয়ায় কোন অর্থ ছাড়াই তিনি আমাদের ঢাকায় নিয়ে অপারেশনসহ লেন্স সংযোজনের মাধ্যমে সম্পূর্ন সুস্থ্য করে তুলেছেন। আমরা চোখে আগের মতোই দেখতে পাচ্ছি। এখন কাজকাম করাসহ স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবো।
ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম জানান, আমার জন্মস্থান বাগেরহাটের রামপালে গত ২০০৯ সাল থেকে বিনামূলে চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে প্রায় ১লক্ষ রোগীকে প্রাথমিক চিকিসা দেয়া হয়েছে। এসব চক্ষু চিকিৎসা শিবির থেকে বাছাই করে দরিদ্র মানুষদের সম্পূর্ন আর্থিক সহয়তায় দিয়ে তাদের ঢাকায় এনে চোখের ছানি, নেত্রনালী ও মাংশ বৃদ্ধি অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তাদের বাড়ীতে পৌঁছে দেয়া হচ্ছে। এভাবে বিগত দিনে বাগেরহাট সদরসহ রামপাল, মোংলা, শরণখোলা, মোড়েলগঞ্জ ও ফকিরহাট উপজেলার সাড়ে ৬ হাজারের অধিক মানুষকে চোখের ছানি, নেত্রনালী ও মাংস বৃদ্ধির অপারেশনসহ লেন্স সংযোজনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ্য করে তোলা হয়েছে। শুধূ করোনার কারনে করনাকালীন দুই বছর চক্ষু চিকিৎসা শিবির করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত ১৭ মে ২০২৪ বড়দিয়া হাজী আরিফ মাদ্রাসা, রামপাল, বাগেরহাটে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির আয়োজন করে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই চক্ষু শিবিরে মোংলা, রামপাল, ফকিরহাট, বাগেরহাট, মোড়েলগঞ্জ, শরনখোলা, বটিয়াঘাটা, দাকোপসহ আশপাশ উপজেলা থেকে আগত রোগীদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য ৫৩০জন রোগীকে বাঁছাই করা হয়। বাঁছাইকৃত ছানি রোগীদের ২৫ মে থেকে ১৩ জুন ২০২৪ ঢাকায় ৩৭৩জনকে “ডাস আই হাসপাতাল” এ বিনামুল্যে অপারেশন, লেন্স সরবরাহ, ঔষধ ও সেবা দেওয়া হয়। বাছাইকৃত ছানি রোগীদের মধ্যে যারা ঢাকায় এসেছিলেন তাদের অনেকের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় অপারেশন করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
https://www.kaabait.com