বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে ঈদ পরবর্তী সাহিত্য আড্ডাও চা চক্রের আয়োজন করা হয় । গাঙচিলের বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে প্রকাশনা সম্পাদকের অফিস রুমে ( ২৭ জুন) বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিতুর রহমান, সহ-সভাপতি আরিফুল ইসলাম আকিন্জী,
সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার ,সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার লুনা ,প্রকাশনা সম্পাদক নাজমা আকতার, কোষাধ্যক্ষ ওমর আলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাজী সাইদুর রহমান সবুজ, সদস্য শারমিন কাজল,সহ শিশু কবিরা। সাহিত্য আড্ডায়, গান, কবিতা পাঠ সহ নানা ধরনের ছরা ক্যাব্য উপস্থাপন করা হয়। পরে চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠান টি সমাপ্তি ঘোষণা করেন।