জেলা প্রতিনিধি,বাগেরহাট: বাগেরহাটে একই ঘর থেকে স্বামী মোঃ দাঊদ শেখ (৪৫) ও স্ত্রী সোহেলী আক্তার লাকির (৩৮) গলায় রশিদেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার ২ নং বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামের নিজ বাড়ী থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুর রহমান। নিহত দম্পতি বৈটপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ও ছেলের স্ত্রী স্থানীয় ইউপি সদস্য কালাম হোসেন জানান, সকালে সংবাদ পেয়ে থানা পুলিশকে জানিয়েছি। তবে কি কারনে তারা আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়।
ওসি জানান, সকালে নিহত দাঊদ শেখের বেডরুমে মোবাইলে রিং বাজতে থাকলে তার ছেলে মোঃ সিয়াম (১০) গিয়ে সিলিং ফ্যানের সাথে পৃথক ওড়নায় উভয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ময়নাতদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।
https://www.kaabait.com