এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় আগ্নেয়াস্ত্রসহ আশিক মাহমুদ শাহিন (২৮) নামে এক
যুবককে আটক করেছে র্যাব। শনিবার(২৭ জুলাই) রাতে দিগরাজ পৌর মার্কেটের
সামনে থেকে ওয়ানশুটার গানসহ আটক করা হয় শাহিনকে।
আটক আশিক মাহমুদ শাহিন (২৮) মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
শাহজালাল পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে। তাকে রবিবার (২৮জুলাই) আদালতের
মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান,
শনিবার রাতে মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার সংলগ্ন পৌর মার্কেটের
সামনের মোংলা-খুলনা মহাসড়কে সন্ত্রাসী কার্যকলাপ সংগঠনের জন্য এক যুবক
অবস্থান করেছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব-৬ এর সদস্যরা সেখানে
অভিযান চালান। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে এক যুবক দৌড়ে পালিয়ে
যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
এ সময় আটক যুবকের কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড তাজা গুলি
জব্দ করেন অভিযানকারীরা। পরে শনিবার রাতে অস্ত্র-গুলিসহ আটক যুবককে মোংলা
থানা পুলিশে হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় রাতেই র্যাব-৬ এর এসআই কামরুল
হাসান থানায় মামলা দায়ের করেন।
https://www.kaabait.com