জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে বিয়ে বাড়িতে খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে একটি পরিবারের সকলকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।শনিবার (২১ এপ্রি) ভোর রাতে খাউরিয়া ইউনিয়নের বানিয়াখারী বাজান সংলগ্ন হাবিবুর রহমার তোতার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ছাড়াও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নারায়ন চকিদারের বাড়ীদেও চেতনানাশক পদার্থ মিশিয়ে পরিবারের চাজনকো অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। খাউলিয়া ইউনিয়েনে ৯নং ওয়ার্ডের ইউপি সদ্য আলোমগির হোসেন নিশ্চিত করেছেন।
অজ্ঞান অবস্থায় গৃহকর্তা হাবিবুর বহমান (৭০), তার স্ত্রী, বর মামুনুর রশিদ,তার স্ত্রী, গৃহকর্তার ছেলে ফেরদাউসসহ ১১জন ।
অপর দিকে ৯নং ওয়ার্ডের চকিদা নারায়ন বাবুর বাড়িওে খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে একটি পরিবারের সকলকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়েছে। অজ্ঞান অবস্থায়নারায়র চকিদার(৬০) স্ত্রী শ্যমলী (৫০), ছেলে জীবন(২৮)ও স্ত্রকে উদ্ধার শরনখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানয় সকালেই স্থানীয় সন্ন্যানী ফড়ি পুলিশকে অবহিত করা হয়েছে তিন্তু তারা কোন গুরুত্ব দেয়ণি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনা এখন শুনলাম ব্যবস্থা নিচ্ছি।
https://www.kaabait.com