মোরেলগঞ্জ প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩১ প্রথম দিন বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, শতকণ্ঠে সমস্বরে জাতীয় সংগীত, বর্ষবরণের গান ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে বরিবার বেলা ১০টার দিকে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মাকর্তা এসএম তারেক সুলতান।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. শাজাহান আহমেদ, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা খান্দকার ওয়াদুদ হোসেন, উপজেলা স্কাউটস কমিশনার হেসনেআরা হাসি, উদিচী শিল্পী গোষ্ঠী, পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও শিক্ষককগণ এসব কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
https://www.kaabait.com