স্পোর্টস: ফিফা বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ এবং লেবাননের ফিরতি ম্যাচটি কাতারে অনুষ্ঠিত হবে বলে বাফুফে জানিয়েছে। আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় এই ম্যাচ হবে। গত বুধবার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন মাত্রই আমরা খবর পেয়েছি। আগামী ১১ জুন কাতারের দোহায় আল সাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা হয়েছিল। বাংলাদেশ সেই স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছে। তবে এটি লেবাননের হোম ম্যাচ। ফিলিস্তিনে যুদ্ধ চলছে। যে কারণে ফিলিস্তিন তাদের ভেন্যু করেছিল কুয়েতে। ফিলিস্তিনে যুদ্ধের কারণে লেবাননও তাদের দেশে ম্যাচ আয়োজন করতে চাইছে না। তারা বিশ্বকাপের দেশ কাতারে ভেন্যু করেছে। গত ২১ নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত লেবাননের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল।
https://www.kaabait.com