স্পোর্টস: ২০১১ সালের পর আবারও লেবাননের কাছে ৪ গোলে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচটিতে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছে জামালদের। বড় ব্যবধানে হারে স্বাভাবিকভাবে হতাশ বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। কাতারে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে নিজেদের ভুলে গোল হজম করে বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত লেবানন দাপট দেখিয়ে চার গোল আদায় করে নেয়। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ কাবরেরা বাফুফের দেওয়া ভিডিও বার্তায় বলেছেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে এই ম্যাচ খেলতে এসেছিলাম আমরা। ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। বিশেষ করে এটা কঠিন ফল আমাদের জন্য। হতাশাজনক। আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারতাম অনেক বাংলাদেশি সমর্থকের সামনে।’ স্প্যানিশ কোচ যোগ করেন, ‘পেনাল্টির কারণেই শুরুতেই পরিস্থিতি জটিল হয়ে গেলো। তারপরও আমি মনে করি প্রথমার্ধে আমরা কিছুটা মানিয়ে নিতে পেরেছি। কিন্তু বিরতির আগে আবার তাল কেটে গেল। দ্বিতীযার্ধে আমরা আরও বেশি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, চাপ দেওয়ার চেষ্টা করেছি যেটা প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ করে দিয়েছিল। যেভাবে আমরা বল পজিশন রেখেছি, তা নিয়ে আমি খুশি। কিন্তু এখনও আমাদেরৃসুযোগগুলো যদি কাজে লাগাতে পারতাম! দিন শেষে বলতে হবে, এই দলগুলোর বিপক্ষে লড়াই করা কঠিন।’ বাংলাদেশের বিশ্বকাপ বাছাই শেষ। সামনে এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হবে। কাবরেরা তাই বলেছেন, ‘এখন আমাদের উজ্জীবিত হতে হবে, সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করতে হবে এশিয়ান প্রস্তুত হওয়ার জন্য।’
https://www.kaabait.com