• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭

বাংলাদেশের ভারত সফরের সূচি ঘোষণা

প্রতিনিধি: / ২৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিরতিতেই ছিল বাংলাদেশ। তবে আর বসে থাকার সুযোগ নেই, শুরু হয়ে গেছে ব্যস্ত সূচি। টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে আছেন ক্রিকেটাররা। সেখান থেকে ফিরেই আবার উড়াল দিতে হবে ভারতে। সেপ্টেম্বরে ভারত সফর বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার এক বিবৃতিতে এই সিরিজের সূচি প্রকাশ করে স্বাগতিকরা। সূচিতে দেখা যায়, ভারতের বিপক্ষে দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ শেষ হবে আগামী ৩ সেপ্টেম্বর। তবে, সেখান থেকে ফিরে দম ফেলার ফুসরত নেই। সপ্তাহ খানেকের মধ্যেই ধরতে হবে ভারতের বিমান। সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজ। চেন্নাইয়ে গড়াবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজের পর বিরতি থাকবে চার দিনের। ৬ অক্টোবর গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৯ অক্টোবর আর শেষ ম্যাচ ১২ অক্টোবর হায়দ্রাবাদে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com