• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০

বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে

প্রতিনিধি: / ২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪

স্পোর্টস: আগামী বছরে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির দ্বিতীয় সর্বোচ্চ আসরটি বসবে পাকিস্তানে। ২০১৭ সালে পর নবম বারের মতো আয়োজিত হবে এই টুর্নামেন্টটি। এরইমাঝে প্রকাশ হয়ে পড়েছে এই প্রতিযোগিতার গ্রুপ ফরম্যাট। ১৯ দিন ব্যাপি এই টুর্নামেন্টটি আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। ১৯৯৬ সালের পর এই আসর দিয়েই পাকিস্তানে ফিরবে আইসিসির কোনো মেঘা ইভেন্ট। শেষবার ২০১৭ সালে ওভালের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতেছিল পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) এরইমাঝে আইসিসিকে টুর্নামেন্টের খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। সূচি প্রকাশ করলেও ভারতের অংশগ্রহণ নিয়ে এখনো শঙ্কা আছে। শেষবার তারা পাকিস্তান সফর করেছিল ২০০৮ সালে। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ ২০১৩ সালের পর থেকে। গতবছর এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় তাদের সব খেলা হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল (বিসিসিআই) বলছে, পাকিস্তান সফরের বিষয়টি ভারত সরকারের হাতে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ সূত্রে জানা গেছে, টুর্নামেন্টটি শুরু হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। পরদিনই হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। ভারতের বিপক্ষে লাহোরে ম্যাচ দিয়ে শুরু হবে নাজমুল হোসেন শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। নিরাপত্তা জনিত কারণে ভারতের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৪ ফেব্রæয়ারি রাওয়ালপিন্ডিতে হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচের জন্য আবার ফিরতে হবে লাহোরে। ২৭ তারিখ শান্তদের গ্রæপ পর্বের শেষ ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারত পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ মার্চ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com