• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪

বাংলাদেশের দুই ছবি হরিয়ানা উৎসবে

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বিনোদন:  বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারতের হরিয়ানা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ২০২৪। এই উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে দুটি চলচ্চিত্র। জানা গেছে, উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে বাংলাদেশের তরুণ নির্মাতা সুপিন বর্মন ও শায়লা রহমান তিথির যথাক্রমে ‘আ লেটার অব পোস্টমাস্টার’, ‘জয় বাংলা’ নামের দুটি চলচ্চিত্র। উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শন করা হবে ছবি দুটি। জানা গেছে, ৭ম বারের বর্ণিল এ উৎসবে অংশগ্রহণ করতে নির্মাতা সুপিন বর্মন ও শায়লা রহমান তিথি ৬ আগস্ট হরিয়ানার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি থাকলেও চলমান পরিস্থিতির কারণে এখনো যেতে পারেননি। নির্মাতা সুপিন বর্মন জানান আগামী শনিবার বিকেল ৫টায় হরিয়ানার কুরুক্ষেত্র শহরের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘আ লেটার অব পোস্টমাস্টার’ এবং ১১আগস্ট ‘জয়বাংলা’ চলচ্চিত্র প্রদর্শিত হবে। হরিয়ানার শিল্প,সংস্কৃতি ও চলচ্চিত্রের বিকাশের লক্ষ্যে সংগঠক, নাট্যকার ও নাট্য পরিচালক ধার্মেন্দার ডাঙ্গী ও কয়েকজন বন্ধু মিলে প্রথম হরিয়ানায় এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও চলচ্চিত্র প্রেমীদের মিলনমেলায় পরিনত হয় উৎসবটি। উৎসব পরিচালক ধার্মেন্দার ডাঙ্গী জানান, এইবারের উৎসবটি আরো চমৎকারভাবে নানারকম আয়োজনে পরিপূর্ণ থাকবে। অফিসিয়ালভাবে নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে জুরিবোর্ড সদস্যদের বিচার কার্যে বিভিন্ন ক্যাটাগরীতে প্রদান করা হবে সেরা চলচ্চিত্রের পুরস্কার, থাকবে সম্মাননা স্মারক। সমগ্র উৎসবজুড়ে থাকবে তারকাদের সরব উপস্থিতি। এদিকে নির্মাতা সুপিন বর্মন বলেন ‘আ লেটার অব পোস্টমাস্টার’ চলচ্চিত্রটি তার নিরিক্ষাধর্মী ৫ম নির্মাণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প পোস্টমাস্টারের কেন্দ্রীয় চরিত্র রতনকে ঘিরে আবর্তিত হয়েছে এক কাল্পনিক গল্প। যেখানে দেখা যাবে রতন একজন কিশোরী। বন বাদারে মুক্ত পাখির মতো ঘুরতে ভালোবাসে সে। কিন্তু বয়স আর সমাজ ব্যবস্থার কারণে তাকে আটকানো হয় সামাজিক শৃঙ্খলে। গ্রামবাসী এতিম রতনের বিয়ে ঠিক করে ঐ গ্রামের এক প্রভাবশালী বৃদ্ধের সঙ্গে। বিয়ের মন্ডবে অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধ। এরমধ্যে কলকাতা থেকে চলে আসে পোস্টমাস্টার দাদাবাবুর এক চিঠি। যেখানে লেখা ছিলো দাদাবাবু তাকে কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া শেখাতে চায়। রতন চরিত্রে অভিনয় করেছেন রিয়া মোহন্ত এছড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়,সাদেকুর রহমান সুজন,নিভা রানী সরকার,শাহাদাত হোসেন, মিজানুর রহমান,উৎপল দত্ত প্রমুখ। চলচ্চিত্রটি ইতোমধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হচ্ছে। এছাড়া শায়লা রহমান তিথির মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র জয়বাংলা ইতোমধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সাজিন আহম্মেদ বাবুর সংলাপ ও চিত্রনাট্যে শায়লা রহমান তিথির গল্প ও পরিচালনায় জয়বাংলা প্রযোজনা করেন কবি জসিম চৌধুরী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অনবদ্য সত্য ঘটনার আলোকে নির্মিত এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফারজানা চুমকিসহ আরো অনেকে। ৫ দিনব্যাপি এ উৎসবটি ১১আগস্ট সেরা চলচ্চিত্রের পুরস্কার প্রদানের মধ্যদিয়ে পর্দা নামবে তারা ঝলমলে ৭ম হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com