ফিফার সেপ্টেম্বর উইন্ডোর প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে স্বাগতিক ভুটানকে হারিয়েছে। ম্যাচের ৬ মিনিটে জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উচ্চতার সমস্যা একটি বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। যদিও ম্যাচ প্রস্তুতির সময়ই এই সমস্যা টের পেয়েছে বাংলাদেশ। তবে কোচ হাভিয়ের কাবরেরা ধন্যবাদ দেবেন ভুটানের গোলকিপার শেরিন ধেনদুপকে। ৬ মিনিটে রাকিব হোসেনের ক্রস ঠিকমতো গ্রিপে নিতে পারেননি ধেনদুপ। সেই সুযোগটিই কাজে লাগিয়েছেন শেখ মোরসালিন। ভুটানের বিপক্ষে থিম্পুতে এটি বাংলাদেশের প্রথম জয়। পুরো ম্যাচে বাংলাদেশ খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। অবশ্য কন্ডিশনের কারনেই মূলত এমনটা হয়েছে। রাকিব, মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিমরা ভুটানের রক্ষণকে সেভাবে আতঙ্কে ফেলতে পারেননি। উল্টো ভুটানই বলের দখল নিজেদের পায়ে রেখে বারবার আক্রমণে উঠেছে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা আক্রমণগুলোকে কাজে লাগাতে পারেনি। অধিনায়ক জামাল ভ‚ঁইয়া আজ প্রথম একাদশে ছিলেন না। তবে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের পর তাকে নামানো হয়। দ্বিতীয়ার্ধে বেশ কিছু কর্নার আদায় করেছিল বাংলাদেশ। ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমন একটি সুযোগ নষ্ট করেন। রাব্বি হোসেন রাহুলের একটি দারুন শট ভুটানের গোলকিপার কর্নারের বিনিময়ে রক্ষা করেন। আগামীকাল ৮ সেপ্টেম্বর একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।
https://www.kaabait.com