• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২৯

বাংলাদেশের উইন্ডিজ সফর শুরু অ্যান্টিগা টেস্ট দিয়ে

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ মে, ২০২৪

স্পোর্টস: ২০১৮ ও ২০২২ সালের সফর যেখানে শুরু হয়েছিল, এবার সেই অ্যান্টিগা দিয়েই শুরু হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। অ্যান্টিগার নর্থ সাউন্ডে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট হবে জ্যামাইকায়। পূর্ণাঙ্গ এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে সেন্ট কিটসে, টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ সেন্ট ভিনসেন্টে। আগামী নভেম্বর-ডিসেম্বরে এই সফরটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচীর অংশ হিসেবে নিশ্চিত ছিল আগে থেকেই। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার ঘোষণা করেছে সিরিজের বিস্তারিত সূচি। নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ২২ নভেম্বর। এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজে টানা তিনটি সফরে অ্যান্টিগায় টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচও রাখা হয়েছে সূচিতে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ নভেম্বর থেকে। এই ভেন্যুও বাংলাদেশের বেশ পরিচিত। এবারের আগে ২০০৪ সালে, ২০১৪ সালে ও ২০১৮ সালের সফরেও টেস্ট ম্যাচ হয়েছিল এখানে। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। এই ওয়ার্নার পার্কে বাংলাদেশ একটি করে ওয়ানডে খেলেছে ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের সফরে। এরপর টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের ঠিকানা হবে সেন্ট ভিনসেন্ট। ম্যাচ তিনটি হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর। এখানে বাংলাদেশ দুটি করে টেস্ট ও ওয়ানডে আগে খেললেও টি-টোয়েন্টি এখনও খেলেনি। তবে এই সফরের আগেই সেই অভিজ্ঞতা হয়ে যাবে। আগামী মাসেই বিশ্বকাপে বাংলাদেশের গ্রæপ পর্বে নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ দুটি হবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে। ওয়েস্ট ইন্ডিজ সফরের ঠিক আগে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে সেপ্টেম্বর-অক্টোবরে আছে ভারত সফর। আইসিসির ভবিষ্যৎ সফরসূচীতে থাকা দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজের বিস্তারিত সূচি এখনও প্রকাশ করেনি ভারতীয় বোর্ড। এছাড়া অগাস্ট-সেপ্টেম্বরে আছে পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সব মিলিয়ে ওই কয়েকটা মাস তুমুল ব্যস্ততায় থাকবে বাংলাদেশ দল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com