• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৩

‘বলী’এবার সাংহাই চলচ্চিত্র উৎসবে

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪

বিনোদন: গেল বছরের শেষ দিকে আসে সুখবর। ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বলী’ এর সিনেমাটি জয় করে বুসান আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব। ২৮তম এই আসরে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জেতে সিনেমাটি। সেই সময় সিনেমাটি সম্পর্কে বুসান উৎসবে নিউ কারেন্টস বিভাগের বিচারকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইকবাল হোসাইন চৌধুরীর “দ্য রেসলার” ছবিটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরিভাবে গল্প বলা হয়েছে।’ এবার সেই বলী যাচ্ছে চীনে। এশিয়ার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেল বাংলাদেশের সিনেমা ‘বলী’। সিনেমাটি আন্তর্জাতিক প্যানারোমা শাখায় নির্বাচিত হয়েছে। সিনেমাটির পরিচালকন ইকবাল হোসাইন চৌধুরী গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৪ জুন থেকে ২৩ জুন পর্যন্ত চলবে ২৬ তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জানা যায়, এই উৎসবে তিনটি শো হবে বলীর। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহপ্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাঁকে। এ ছাড়া অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, মাসুদসহ অনেকেই।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com