বিনোদন: যতটা না চলচ্চিত্র তারকা তার চেয়ে বেশি তিনি পরিচিত আলোচিত অভিনেতা অনন্ত জলিলের বউ হিসেবে। তিনি বর্ষা। চলচ্চিত্রের পাশাপাশি ঢাকাই সিনেমার অনেক নায়িকা ব্যবসায় নাম লিখিয়েছেন। মৌসুমী, পূর্ণিমা, রত্না, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, নিপুণদের পরে এবার এ তালিকায় যুক্ত হচ্ছে বর্ষার নাম। নিজের নতুন ব্র্যান্ড নিয়ে হাজির হচ্ছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন এই নায়িকা। বর্ষা লিখেছেন, আমি নিজের ব্র্যান্ড নিয়ে কাজ করতে যাচ্ছি, খুব শিগগিরই স্কিন কেয়ার প্রোডাক্ট আমার ব্র্যান্ড নেমে আসবে। স্কিন কেয়ার এই প্রোডাক্ট তুর্কিতে তৈরি। তুর্কির স্কিন কেয়ার প্রোডাক্ট খুব ভালো মানের। আশা করি, আমাদের প্রোডাক্ট ও ব্র্যান্ড দুটোই আপনাদের ভালো লাগবে। ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় অনন্ত-বর্ষার। এরপর একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই জুটি। বর্ষাকে সর্বশেষ দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমা। সিনেমার পাশাপাশি নানা বিষয় নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন অনন্ত-বর্ষা দম্পতি।
https://www.kaabait.com