• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪

ববি অভিনয় করার মতো মানসিক অবস্থায় নেই

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

বিনোদন: ঈদের ছবি ‘ময়ূরাক্ষী’ নিয়ে নিজেই সন্তুষ্ট হতে পারেননি অভিনেত্রী ইয়ামিন হক ববি। নির্মাতার সঙ্গে বিবাদেও জড়িয়েছেন। মাঝপথে ছবির গল্প পরিবর্তন করা হয়েছে, ববির চরিত্রকেও করা হয়েছে ছোট বলে অভিযোগ তোলেন ‘বিজলী’ তারকা। এরইমধ্যে গুলশানে একটি রেস্টুরেন্টের মালিকানা নিয়ে মামলায় জড়িয়েছেন ববি। আপাতত অভিনয় করার মতো মানসিক অবস্থায় নেই তিনি। ববি বলেন, ‘আগে মামলাটা শেষ হোক। কোর্টে যেতে হচ্ছে, উকিলের সঙ্গে কথা বলতে হচ্ছে। এসবের মধ্যে শিল্প-সংস্কৃতি হয় না। আপাতত আমি মামলাটা জিততে চাই। এসব চুকে গেলে পরে অভিনয়ের কথা ভাবব।’ এর আগে, ববির নামে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ এনে মামলা করেন ওয়াইএন সেন্টারের এজিএম মুহাম্মাদ সাকিব উদ্দোজা। গত ২৩ জুন দুপুরে গুলশান থানায় মামলাটি করেন সাকিব। মামলা নম্বর ১৩/১৬৪। মামলার দ্বিতীয় আসামি ববি, প্রথম আসামি মির্জা আবুল বাশার (৩৪)। তবে এই মামলার প্রেক্ষিতে তারাও পরে পাল্টা মামলা করেন। আপাতত সেই আইনি লড়াই নিয়েই ব্যস্ত রয়েছেন ববি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com