• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৭
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

বন্যার্তদের পাশে জাহারা মিতু

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বিনোদন: ঢালিউড অভিনেত্রী জাহরা মিতুর দেশে-বিদেশে ভ্রমণ করতে পছন্দ করেন। এখন তার ফেসবুকে দেখা যাচ্ছে বন্যাদুর্গতদের মানবিক পোস্ট। জাহারা মিতুর ফেসবুক এখন বানভাসী মানুষকে বাঁচানোর আকুতিতে ভরে উঠেছে। এরইমধ্যে বন্যাদুর্গত এলাকায় বন্ধুদের নিয়ে কয়েক ট্রাক ত্রাণ বিতরণ করেছেন বলে জানালেন জাহারা মিতু। বন্যার্ত এলাকায় যা দেখে এসেছেন সে প্রসঙ্গে জাহারা মিতু গণমাধ্যমকে বলেন, ‘আমরা ত্রাণ বিতরণ করছি এই খবর প্রকাশ করার দরকার নেই। পারলে সবাই আমাদের টিমকে ত্রাণের ব্যবস্থা করে দিন। দুর্গত এলাকার মানুষের অবস্থা খুবই খারাপ। এসব দৃশ্য দেশে অস্থির হয়ে যাচ্ছি। ভীষণ খারাপ লাগেছে।’ বন্যাদুর্গত এলাকার অভিজ্ঞার জািনয়ে মিতু বলেন, ‘আমি ফেসবুকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণের কোনো লেখা শেয়ার করতাম না, যদি দুর্গতের সাহায্যের জন্য সবকিছু পেয়ে যেতাম। গণমাধ্যমে যখন দেখলাম বন্যার অবস্থা ভয়াবহ, তখন কয়েকজন বড় ভাই, বন্ধুদের ফোন দিলাম। তারা বলেছেন পাশে আছি। কিন্তু সব তোর দায়িত্ব। আমি বলেছিলাম, কোনো সমম্যা নাই। কিন্তু কাজে নেমে দেখলাম, অনেক কিছু পাচ্ছি না। তখন এক বন্ধুর পরামর্শে ফেসবুকে পোস্ট দিলাম। দেখলাম কাজগুলো সহজ হয়ে গেছে।’ বড় ভাই ও বন্ধুদের সাহায্যে কয়েক ট্রাক ত্রাণ দিতে পেরেছেন জানিয়ে মিতু বলেন, ‘আমি কখনো চিন্তাও করতে পারিনি যে, আমার একটা ফোনে আমার কাছের বড় ভাই ও বন্ধুরা এভাবে সাহায্য পাঠাবেন। তারা না থাকলে অনেক কিছু করতে পারতাম না। তাদের কারণে বন্যাদুর্গত এলাকায় এত ত্রাণ পৌঁছে দিতে পেরেছি। আমি তো এত টাকার মালিক না। কিন্তু দেওয়ার ইচ্ছে আছে। তাই আল্লাহ আমার ডাক শুনেছেন। আমিও মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।’ বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মিতু জানান, পানি কমলেও বন্যার পর নানান রোগের প্রাদুর্ভাব দেখা দেবে দুর্গত এলাকায়। এ অবস্থায় এসব এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক বন্ধুদের নিয়ে মেডিকেল ক্যাম্প করার কথা ভাবছেন তিনি। মিতু বলেন, ‘এর আগেও ডাক্তার বন্ধুদের নিয়ে মেডিকেল ক্যাম্প করেছি। আগামী দুই-এক সাপ্তাহ পর বন্যাদুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছিলেন জাহারা মিতু। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতার মাধ্যমে তিনি শোবিজে কাজ শুরু করেন। ২০১৯ সালে ‘আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে তার অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘জয় বাংলা’ ২০২২ সালে মুক্তি পায়। এরইমধ্যে শাকিব খানের সঙ্গে ‘আগুন’ সিনেমার কাজও শেষ করেছেন তিনি।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com