• মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:২২

ফ্রান্স এমবাপ্পেকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করলো

প্রতিনিধি: / ১৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

স্পোর্টস: কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই উয়েফা নেশনন্স ফুটবল লিগে দুই ম্যাচের জন্য দল ঘোষনা করেছে ফ্রান্স। ফর্মহীনতার কারণে ইসরায়েল ও ইতালির বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি এমবাপ্পের। গত মাসে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেননি এমবাপ্পে। দ্রুতই জাতীয় দলে ফেরার ইচ্ছা ছিলো তার। কিন্তু স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের হয়ে ভালো সময় যাচ্ছে না এমবাপ্পের। তাই এমবাপ্পেকে দলে রাখেননি ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম। দল নিয়ে দেশম বলেন, ‘আমি তার সাথে আলোচনা করেছি। সিদ্ধান্তটি আমি দুই ম্যাচের জন্য নিয়েছি। সে দলে ফিরতে চেয়েছিল। সব বিষয়ে একমত না-ও হতে পারি আমরা। খেলোয়াড়দের সাথে এসব আলোচনা আমি করতেই পারি। আমি তাদের মতামত শুনি। আমি সবসময় এমন আলোচনা দ্বারা অনুপ্রাণিত হই। সেটা ব্যক্তিগত বা দলগতভাবেই হোক না কেন।’ রিয়ালের হয়ে সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৬ গোল করেছেন এমবাপ্পে। গেল মাসে লা-লিগার এবারের মৌসুমের প্রথম এল’ক্লাসিকোতে আটবার অফ-সাইডে পড়েন তিনি। আগামী ১৪ ও ১৭ নভেম্বরে যথাক্রমে ইসরায়েল ও ইতালির বিপক্ষে খেলবে ফ্রান্স।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com