• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৮

ফুলের কাছে গেলে

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

জিয়া সাঈদ
রাত্রির গল্পে হে পান্থ –
কেন এত অন্ধকার রাখো ?
রঙে গন্ধে ডাকে যে বাগান
তার ঝোপঝাড়, পাতার আড়ালে
কীট কটুতাও যে কিছু না কিছু থাকে
গল্পে ঘাতে
ঢের লোক জানে
তবু গাহনের টানে
অনেকেই আমরা
কুহেলিতেও কুঞ্জে কুঞ্জে হাঁটি
দূরবনে চলে যাই
পূর্ণিমার ঢলে
ডুবে গিয়ে বুঝি কেউ
বিরল বিনোদ
সুগন্ধি বাতাসে দাঁড়িয়ে কেউ
বড় করে শ্বাস নেই –
সুরভিতে ভরে নিতে ভেতর মহল ;
ফিরে এলে
ভুলে গিয়ে কূট কন্টক
মধু , মাহাত্ম্যকেই তো
রাখি স্মৃতিঘরে,
সৃজন চর্চায়….


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com