• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:৪৫

ফকিরহাট কলকলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরন

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ে ৭৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন বুধবার সন্ধ্যা ৭টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার। সহকারী শিক্ষক অলোক পালের সঞ্চালনায় এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আ. সাত্তার, সহকারী অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, নলধা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম শেখ, মিথুন রায়, মুক্তিপদ রায়, পার্থ রায়, মিন্টু রানী বাগচী, যুবনেতা মুসফিকুর রহমান সুমন, সরদার নজিবুর রহমান সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রবি ফকিরসহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানর আয়োজন করা হয়। #

ফকিরহাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি :
ফকিরহাটে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরণ বুধবার বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। এতে সভাপতিত্ব করেন উপজৈলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের পরিচালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আ. সাত্তার, আট্টাকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, নলধা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা, কাজী আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আহসান কবীর, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন বিশ্বাস, মাদ্রাসার শিক্ষক মো. মহিদুল ইসলাম, বিএনপি নেতা কাজী শাহান শাহ্ মিথুনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com