• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:১০

ফকিরহাটে ২১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটবিশ্বরোড মোড় এলাকা থেকে ২১ বোতল ফেন্সিডিল সহ আরিফুর রহমান (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি দল। অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক কারবারির ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করেছে।
গ্রেপ্তারকৃত আরিফুর রহমান খুলনা জেলার পাইকগাছার চাঁদখালী গ্রামের আ. ছালামের ছেলে। তাকে শুক্রবার রাতে ফকিরহাট থানায় সোর্পদ করা হয়েছে।
র‌্যাব জানান,
র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল শুক্রবার দুপুরের দিকে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি আরিফুর রহমানকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশরাফুল আলম বলেন, র‌্যাবের হাতে ফেন্সিডিল সহ গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। শনিবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। #


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com