• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭

ফকিরহাটে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা বিষয়ক প্রেস ব্রিফিং

প্রতিনিধি: / ৪০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ জুন, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাটে মুজিবশতবর্ষ উপলক্ষে ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে পূনর্বাসন এবং ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৮ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানাসহ বিভিন্ন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১১জুন অনুষ।টানের মাধ্যমে উপজেলায় মোট ৬৯০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হবে। এরমধ্যে ৫ম পর্যায়ে ১৫০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হবে। এরমধ্যে এদিন সদর ইউনিয়নের পাগলা এলাকায় ৭০টি, শুভদিয়া ইউনিয়নের ছোট শুভদিয়া এলাকায় ১৫টি, বেতাগা ইউনিয়নের ধনপোতা চাকুলী এলাকায় ৪৩টি এবং বিঘাই এলাকায় ২২ ঘর প্রদান করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com