ফকিরহাট প্রতিনিধি: করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি, বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ জুন) সকাল ১০টায় র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম চত্ত¡রে গাছের চারা রোপন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, লখপুর ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা, থানার সেকেন্ডঅফিসার এসআই মো. অহিদুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রবীর কুমার শীল সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও গনামাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
https://www.kaabait.com