ফকিরহাট প্রতিনিধি : “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু।
উপজেলা স্যানিটারী ইনসপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আরএমও ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান. ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোল্লা মো. মনির উদ্দিন, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়দেব বসু প্রমূখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।