• শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০১:০২

ফকিরহাটে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম শপথ গ্রহণ করেছেন।
বুধবার (১২ জুন) বেলা ১১টায় খুলনা বিভাগীয় কার্যালয়ে তারা শপথ গ্রহণ করেন। খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ শপথ বাক্য পাঠ করান। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
এদিকে ফকিরহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদের সমর্থকরা তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com