ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে সপ্তাহ ব্যাপি তৃণমূল পর্যায়ে খো খো খেলার প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করছেন।
বাংলাদেশ খো খো ফেডারেশন ঢাকা এর আয়োজনে এবং বাগেরহাট ক্রীড়া সংস্থা ও ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ সহযোগিতায় মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪টায় আট্টাকা কেরামত ্আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্বোধন করেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু। কোর্স হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় খো খো কোর্স ট্রেজারার ঢাকার সাইদুল হক, জাতীয় খো খো কোর্সের সদস্য মো. সোহাগ মিলন। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, শিক্ষক অজামিল ঢালী, ইবারাত বিশ্বাসসহ অন্যান্যরা।