ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৮ এপ্রিল) সকাল ১০টায় র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোমা রায়, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা অতিশ কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, পল্লী বিদ্যুতের ফকিরহাট জোনের ডিজিএম মুহাম্মদ ফাখরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা প্রবীর কুমার শীলসহ অন্যান্যরা।
https://www.kaabait.com