ফকিরহাট (প্রতিনিধি : বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদক বিরোধী অভিযানে ফকিরহাট উপজেলা পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া এলাকা থেকে চার কেজি গাজাসহ মো. মনির শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মনির শেখ মোড়েলগঞ্জ এলাকার মৃত আলী আকবর শেখের ছেলে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেছে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাটের টাউন-নওয়াপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে চার কেজি গাজা উদ্ধার করে।
ফকিরহাট মডেল থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দাস বলেন, গাজাসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. মনির শেখকে বৃহস্পতিবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
https://www.kaabait.com