• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:১৯

ফকিরহাটে খান জাহিদ হাসানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ মে, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি:  ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান খান জাহিদ হাসানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে তাঁর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মরহুম খান জাহিদ হাসানের সহধর্মিণী ও ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু,মাদ্রাসার ছাত্রবৃন্দ সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ।
উলে­খ্য, গত ১৮ মে-২০১৩ সকাল পৌনে ১০ টায় চেয়ারম্যান খান জাহিদ হাসান ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক মুন্না শিকদার, রূপসা থেকে ফকিরহাটে আসার পথে খুলনা-মোংলা মহাসড়কের রূপসার আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় ঘাতকের গুলির আঘাতে ঘটনাস্থলেই খান জাহিদ হাসান ও মুন্না শিকদার নিহত হন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com